1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ

লুৎফুজ্জামান বাবরের আসনে তার স্ত্রীও প্রার্থী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর নেত্রকোণা-৪ (মোহনগঞ্জ, মদন ও খালিয়াজুড়ি) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সেই একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন তার স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী। ফলে স্বামী-স্ত্রী উভয়েই এই আসনে মনোনয়নপত্র জমা দিলেন।

সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় নেত্রকোণা জেলা প্রশাসক মো. সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। এর আগে, ২০১৮ সালে এই আসনে নির্বাচন করে তাহমিনা জামান শ্রাবণী উল্লেখযোগ্য ভোট পেয়েছিলেন।

লুৎফুজ্জামান বাবরও সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন। এ সময় সাংবাদিকরা স্ত্রীর মনোনয়নপত্র জমাদানের ব্যাপারে জানতে চাইলে বাবর বলেন, ‘এই ব্যাপারে আমি এখন কিছু বলতে পারব না।’

নেত্রকোণা-৪ এবার তিনজন নারী প্রার্থী লড়াই করছেন। অন্য দুজন হলেন- সিপিবির জলি তালুকদার ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির চম্পা রানী সরকার।

লুৎফুজ্জামান বাবর ১৯৯১ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন নেত্রকোনা-৪ আসনে। পরের বার আওয়ামী লীগের আবদুল মোমিনের কাছে হারলেও ২০০১ সালে ফের নির্বাচিত হন। এরপরই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি