1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
এনসিপিতে যোগ দিচ্ছেন আসিফ মাহমুদ জামায়াতের জোটে যোগ দিচ্ছে এবি পার্টি: ব্যারিস্টার ফুয়াদ যতদিন ওসমান হাদির মতো যোগ্যতা না হবে, ততদিন ঢাকা-৮ এ দাঁড়াব না: জাবের আসন্ন নির্বাচন আয়োজনে ‘আমরা পুরোপুরি প্রস্তুত’ : প্রধান উপদেষ্টা শেষ দিনে দেশজুড়ে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আনোয়ার হোসেন মঞ্জু আন্তর্জাতিক বাণিজ্য মেলা ১ জানুয়ারি শুরু, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা শহীদ হাদি হত্যার বিচার দাবিতে চতুর্থ দিনের মতো শাহবাগ অবরোধ ইব্রাহিমাবাদ পর্যন্ত আবার চলছে ‘নাসিরাবাদ এক্সপ্রেস’ মান্নাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে চেম্বার আদালতের নির্দেশ

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আনোয়ার হোসেন মঞ্জু

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি পিরোজপুর-২ (ভান্ডারিয়া-কাউখালী-নেছারাবাদ) আসন থেকে নির্বাচনী প্রচারণা থেকে সরে দাঁড়িয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) সাংবাদিকদের সাথে আলাপকালে আনোয়ার হোসেন মঞ্জু বলেন, আমার শরীর অসুস্থ। পিরোজপুর-২ আসনে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছিলাম। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে নির্বাচন করব না। সে কারণে মনোনয়নপত্র জমাও দিইনি। অন্য কোনো কারণ আছে কি না, এমন প্রশ্নে তিনি কোনো মন্তব্য করতে অনিচ্ছা প্রকাশ করেন।

গত বুধবার ভান্ডারিয়া উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও ইউএনও রেহেনা আক্তারের কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। পিরোজপুর-২ আসনের জন্য ওই মনোনয়নপত্র নেওয়া হয়েছিল।

উল্লেখ্য, রবিবার পিরোজপুরে আনোয়ার হোসেন মঞ্জুর বিরুদ্ধে আওয়ামী লীগের দোসর হওয়ার অভিযোগ এবং জুলাই মাসে ছাত্র-জনতার ওপর গণহত্যার অভিযোগ তুলে তার প্রার্থিতা বাতিল ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়।

আনোয়ার হোসেন মঞ্জু পিরোজপুর-২ আসন থেকে সাতবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি