ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ-সদর আংশিক) আসনে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁনকে অবাঞ্চিত ঘোষণা করেছেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। এই আসনে গণঅধিকারের সঙ্গে আসন সমঝোতা হয়েছে বিএনপির; তাই ট্রাক মার্কার রাশেদ খাঁনকে সমর্থন দিয়েছে দলটি।
কিন্তু বিএনপির স্থানীয় অনেকে এতে ক্ষুব্ধ, তারা রাশেদ খাঁনকে অবাঞ্চিত ঘোষণার পাশাপাশি প্রার্থী বদলের দাবিতে কাফনের কাপড় পড়ে বিক্ষোভ মিছিল করেছেন।
এই আসন থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ এবং জেলা বিএনপির নেতা মুর্শিদা জামান বেল্টুর সমর্থকরা কাফনের কাপড় পড়ে শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে বিক্ষোভ করেন। উপজেলা ও পৌর বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে কালীগঞ্জ শহরের প্রধান বাসস্ট্যান্ডে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
এ সময় দুই মনোনয়নপ্রতাশী রাশেদ খানকে বহিরাগত আখ্যা দেন। সেই সাথে ঝিনাইদহ-৪ আসনে আগামী ২৮ তারিখের মধ্যে বিএনপির কাউকে মনোনয়ন দেয়ার দাবি জানান।
সমাবেশে বক্তারা বলেন, আসনটিতে বিএনপির সমর্থিত প্রার্থী রাশেদ খাঁন এই সংসদীয় আসনের বাসিন্দা না। তিনি ঝিনাইদহ-২ আসনে গত ৪-৫ দিন আগেও গণসংযোগ করেছেন।