গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন দল থেকে পদত্যাগ করতে যাচ্ছেন। তিনি বিএনপিতে যোগ দেবেন। গণঅধিকারের সভাপতি নুরুল হক নুর এ তথ্য নিশ্চিত করেছেন।
তবে, দল ছেড়ে রাশেদ খাঁনের বিএনপিতে যাওয়াকে কৌশলগত কারণ বলে উল্লেখ করছে গণঅধিকার।
এ বিষয়ে নুরুল হক নুর বলেছেন, যুগপৎ আন্দোলনের শরীকদের অনেকেই নির্বাচনে জেতার কৌশল হিসেবে বিএনপির প্রাথমিক সদস্য পদ নিয়ে ধানের শীষে নির্বাচন করছে। যেহেতু আমরা একসাথে সরকার-ও করবো, আন্দোলন করেছি, গণঅভ্যুত্থান পরবর্তী গত দেড় বছরে সবাই একই স্ট্যান্ডে কাজ করেছি; সেক্ষেত্রে আমাদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন ঝিনাইদহ-৪ থেকে নির্বাচন করছে, সেখানে জয়লাভের কৌশলের জন্য তাকে দল থেকে অনুমতি দেয়া হয়েছে। সে শিগগিরই পদত্যাগ করবে এবং আমরা একজনকে ভারপ্রাপ্ত দায়িত্ব দেবো।
রাশেদ খাঁন এতদিন ঝিনাইদহ-২ আসন থেকে ভোট করার কথা জানিয়ে আসছিলেন এবং সেখানে প্রচার-গণসংযোগও করে আসছিলেন। কিন্তু একেবারে শেষ মুহূর্তে সমীকরণ পাল্টে যায়। গণঅধিকার পরিষদের সঙ্গে আসন সমঝোতায় ঝিনাইদহ-৪-এ তাকে সমর্থন দেয় বিএনপি।