1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৩১ অপরাহ্ন

বেনাপোল ইমিগ্রেশনে ময়মনসিংহ মহানগর যুবলীগ নেতা রাসেল পাঠান গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

ভারতে যাওযার পথে বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার হয়েছেন ময়মনসিংহ মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাসেল পাঠান।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টার দিকে তাকে গ্রেফতার করে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ।

রাসেল পাঠান ময়মনসিংহ মহানগর আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক এবং ময়মনসিংহ সদর উপজেলার আব্দুর রাজ্জাক পাঠানের ছেলে। তার বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ জানান, ভারত যাওয়ার প্রক্রিয়ার সময় ইমিগ্রেশন সিস্টেমে যাচাই করে দেখা যায়, রাসেল পাঠানের নাম কালো তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। পরে তাকে তাৎক্ষণিকভাবে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে পরিচয় নিশ্চিত হয়ে থানা পুলিশে সোপর্দ করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা তারা গ্রহণ করবেন।

এদিকে স্থানীয় সূত্র বলছে, সব অপরাধীদের তালিকা ইমিগ্রেশনে নাই। কিছু গ্রেফতার হলেও বিভিন্ন কৌশল অবলম্বন করে অনেকেই পালাচ্ছেন। একটি চক্র বিভিন্ন মামলার এসব আসামিকে ভারতে পালাতে সহযোগিতা করছে বলে অভিযোগ রয়েছে। এসব চক্রের সঙ্গে কাস্টমস ও ইমিগ্রেশনে অবস্থান করা বহিরাগত এনজিওরা জড়িত রয়েছে। পুলিশ অপরাধীকে গ্রেফতার করতে পারলেও সহযোগিতাকারীরা রয়েছে ধরা ছোঁয়ার বাইরে।

এ নিয়ে গত বছরের ০৫ আগস্টের পর ভারত ঢোকার আগে বেনাপোল ইমিগ্রেশন থেকে গোপালগঞ্জ জেলা আ.লীগের সাধারণ সম্পাদকসহ ২২ জন গ্রেফতার হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি