ময়মনসিংহের গৌরীপুরে আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার অচিন্তপুর ইউনিয়নের ঘাগলা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, জয়নাল আবেদীন উপজেলার অচিন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি অচিন্তপুর ইউনিয়নের শাহগঞ্জের শহরবানু বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। বুধবার দুপুরে বিদ্যালয় থেকে বের হওয়ার পর জয়নালকে গ্রেফতার করে পুলিশ।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ দিদারুল ইসলাম (ওসি) বলেন, নাশকতার মামলায় জয়নাল আবেদীনকে গ্রেফতার করা হয়েছে। দুপুরেই আদালতে প্রেরণ করা হয়েছে