বেকারত্ব নিরসনের কথা চিন্তা করলে মৎস্য খাতকে অবশ্যই প্রথমে রাখতে হবে বলে মন্তব্য করেছেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ আফিয়া আমিন পাপ্পা।
উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য অধিদপ্তর এর উদ্যোগে সোমবার দুপুরে উপজেলা পরিষদের পাবলিক হলে আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।
মিজ আফিয়া আমিন পাপ্পা বলেন, দেশে মৎস্য খাতের অপার সম্ভাবনা রয়েছে। মৎস্য খাত থেকে নতুন নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে। এতে করে করে বেকারত্ব নিরসনের পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধি হচ্ছে। দেশের চাহিদা মিটিয়ে আমাদের মাছ এখন বিদেশে রপ্তানি হচ্ছে। তাই মৎস্য খাতের অবদানের জন্য আমাদের প্রকৃতি, নদী-নালা, খাল-বিল, হাওড়-বাওড় এগুলোকে বাঁচিয়ে রাখাতে হবে। প্রকৃতি ও পরিবেশ নষ্ট হলে মাছের উৎপাদন বাধাগ্রস্ত হবে।
সভায় সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মাফরোজা সুলতানা। সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার মাহফুজ ইবনে আইয়ুব।
অতিথিদের মধ্যে বক্তব্য উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা, উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ মো. আজিজুল হক, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা বদরুজ্জামান, সেক্রেটারি আবু ইউসুফ, বীরমুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল্লাহ আল-আমিন, সাধারণ সম্পাদক শেখ মো. বিপ্লব, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিক, জুলাই শহীদ জুবায়ের আহমেদের বাবা আনোয়ার উদ্দিন, শহীদ বিপ্লব হাসানের বাবা বাবুল মিয়া প্রমুখ।
আলোচনা সভা শেষে সেরা মাছচাষি হিসাবে বোকাইনগর ইউনিয়নের মাছচাষি নুরুল হককে ক্রেস্ট দিয়ে সম্মাননা পুরস্কার দেয়া হয়।