1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ

গৌরীপুর উপজেলা বিএনপির আহ্বায়কে’র দায়িত্ব পেলেন শহীদ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ হাবিবুল ইসলাম খান শহীদকে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

৪ ডিসেম্বর বৃহস্পতিবার ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক একেএম এনায়েত উল্লাহ কালাম ও যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞাপ্তিতে উল্লেখ করা হয় দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সংঘাত সৃষ্টি ও সংগঠনবিরোধী কর্মকান্ডে লিপ্ত থাকার কারণে ময়মনসিংহ উত্তর জেলাধীন গৌরীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমান হিরণ কে বিএনপি’র প্রাথমিক পদসহ সকল পর্যায়ে পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত আহাম্মদ তায়েবুর রহমান হিরণের স্থলে গৌরীপুর উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ হাবিবুল ইসলাম খাঁন শহীদকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র আহ্বায়ক এ.কে.এম এনায়েত উল্লাহ কালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত , বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইনকে ১৪৭ ময়মনসিংহ-৩ আসনে বিএনপি থেকে মনোনয়ন দেয়ায় ক্ষুব্ধ ছিলেন আসনটির মনোনয়ন বঞ্চিত প্রার্থী গৌরীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমান হিরণের অনুসারীরা।

মনোনয়ন দ্বন্দ্বের জের ধরে গত ৯ নভেম্বর আহাম্মদ তায়েবুর রহমান হিরণ সহ পাঁচ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি