ময়মনসিংহ-৩ আসনে বিএনপির মনোনয়ন দ্বন্দ্বের জের ধরে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পুর ব্যবসা প্রতিষ্ঠান সাদিয়া এন্টারপ্রাইজে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগে গৌরীপুর থানায় মামলা হয়েছে।
বুধবার সাদিয়া এন্টারপ্রাইজের পরিচালক রাহাদুল ইসলাম খান বাদী হয়ে গৌরীপুর থানায় মামলাটি দায়ের করেন। মামলায় আসামি করা হয়েছে নাম উল্লেখ ৮ জন সহ অজ্ঞাত ৪০/৫০ জনকে।
জানা গেছে, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন ১৪৭ ময়মনসিংহ-৩ আসনে মনোনয়ন পাওয়ায় ক্ষুব্ধ ছিলেন আসনটির মনোনয়ন বঞ্চিত প্রার্থী আহাম্মদ তায়েবুর রহমান হিরণের সমর্থকরা। মনোনয়ন বিরোধকে কেন্দ্র করে গত ৯ নভেম্বর রোববার ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন ও আহাম্মদ তায়েবুর রহমান হিরণের সমর্থকদের মধ্যে দফায় দফায় হামলা, সংঘর্ষ, ভাঙচুর ও ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। এসময় পৌর শহরের ধানমহাল এলাকায় হিরণের নারী সমাবেশে মঞ্চে হামলা-ভাঙচুর, উত্তর বাজার এলাকায় ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পুর ব্যবসা প্রতিষ্ঠান সাদিয়া এন্টারপ্রাইজে হামলা ভাঙচুর সহ আরো কয়েকটি স্থানে হামলা ভাঙচুরের ঘটনা ঘটে।
ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পু বলেন, শুধু মাত্র বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইনকে সমর্থন করায় আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। আমি এর বিচার চাই।
গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার বলেন, পাপ্পুর ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় মামলায় মামলা হয়েছে। আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। হিরণের সমাবেশে হামলার ঘটনায় এখনো কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।