ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় এক ধর্ষণ মামলার আসামি ও তিন মাদক ব্যবসায়ীসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ৩০ গ্রাম গাঁজা ও ১৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গতকাল সোমবার সন্ধ্যার দিকে কোতোয়ালি মডেল থানা কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।গ্রেপ্তারকৃতরা হলেন, মো. দিদারুল ইসলাম হিম (২৭), মো. মোহন মিয়া (৩২), সাব্বির হাসান (১৯), মো. মাহামুদুল হাসান ওরফে বাপ্পী (৩৫), মো. রতন মিয়া (১৮), মো. মারুফ হোসেন (৪৪) ও অপর একজনের নাম জানা যায়নি।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দ বলেন, এক ধর্ষণ মামলার আসামি, তিন মাদক ব্যবসায়ী ও সিআর গ্রেপ্তারি পরোয়ানায় দুইজনসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।