ময়মনসিংহ নগরীর একটি পুকুর থেকে শামীম মিয়া (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মদ্যপ অবস্থায় পুকুরে নেমে মাতলামি করতে গিয়ে মৃত্যু হয়েছে বলে ধারণা পুলিশের। আজ রোববার সকালে নিহতের মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, নগরীর সেনবাড়ী এলাকার সিটি করপোরেশনের গাড়িচালক মো. কাঞ্চন মিয়ার ছেলে শামীম মিয়া। পাঁচ বছরের একটি ছেলে রেখে অন্তত দুই বছর আগে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয় শামীমের। এরপর থেকে মাদকের সঙ্গে জড়িয়ে পড়েন তিনি। গত শনিবার রাতে মদ্যপ অবস্থায় বাড়ির কাছে গিয়ে মাতলামি করতে থাকেন। একপর্যায়ে পুকুরে নেমে চিল্লাচিল্লি ও অশ্রাব্য ভাষায় মানুষকে গালাগালি করতে থাকেন তিনি। স্থানীয়রা শামীমের ওই অবস্থা দেখে ভয়ে সবাই নিজেদের ঘরে চলে যায়। পরে রোববার সকালে সেনবাড়ীর সুমন মিয়ার পুকুরে ভেসে ওঠে শামীমের মরদেহ।
পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে কোতোয়ালি মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সুরতহাল শেষে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়ার জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন বলেন, পরিবার ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী ওই যুবক মদ্যপ ছিলেন। পুকুরে নেমে মাতলামি করতে গিয়ে মৃত্যু হয়ে থাকতে পারে।