ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা-পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬ ডাকাতসহ ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে কোতোয়ালি মডেল থানার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-মো. মোস্তফা কামাল, সুপ্লব বনিক, ইমরান খান ওরফে রিফাত (২৫), মো. রানা (২৫), শাহাদৎ হোসেন বাবু (৩৩), সুপ্লব বনিক (৩৬), উৎপল চন্দ্র দে (৪৫), দুর্লভ সরকার (২৪), রাকিব মিয়া (২৭), দেলোয়ার মিয়া (২৬), মো. নাজমুল (১৯), দীলিপ (৩২), শাহ আলম (৩৬), আবুল কালাম (৪০), মো. খোকন মিয়া (৩০), মো. রবিন (২০), মো. জীবন (১৯)।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, ডাকাতি মামলায় ছয়জন, চুরির মামলায় চারজন, গ্রেপ্তারি পরোয়ানায় চারজন, মাদকসহ দুজন ও অন্যান্য মামলায় একজনসহ মোট ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।