ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা-পুলিশ অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার করেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে কোতোয়ালি মডেল থানা-পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গ্রেপ্তাররা হলেন, মো. শফিকুল ইসলাম (৩৬), মো. রেজাউল বারী (৪৪), কামাল হোসেন (২৫), মোবারক হোসেন (২৫), মো. রবিন (২৪), মো. আরিফ হোসেন (২৩), শুভ হাসান (২১), মো. বাদল (৩২), রাব্বি মিয়া (২৫), খাইরুল ইসলাম (৩৩), মৃদুল হাসান (২২)।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, বিভিন্ন মামলায় ১১ জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।