হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে আগে থেকে প্রস্তুত লাল-সবুজ রঙের একটি বিশেষ বুলেটপ্রুফ বাসে উঠেছেন তিনি। এই বাসে চড়ে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে যাবেন তিনি।
জানা গেছে, লাল ও সবুজ রঙের বাসটি বিশেষভাবে প্রস্তুত করা।
বাসটির দুপাশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বড় প্রতিকৃতি সংযুক্ত রয়েছে। বিশেষ নিরাপত্তা কাচে আবৃত জানালাগুলো। এর আগে বিমানবন্দর থেকে বেরিয়ে খালি পায়ে মাটি স্পর্শ করেন তারেক রহমান। তারপর দেশের মাটি স্পর্শ করেন, হাতে তুলে নেন মাটি।
দলীয় সূত্রে জানা গেছে, বিমানবন্দর থেকে ঢাকার জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে দলের আয়োজিত গণসংবর্ধনা সমাবেশে যাবেন তারেক রহমান। সেখানে তিনি নেতাকর্মীদের উদ্দেশে ভাষণ দেবেন। এরপর তারেক রহমান মায়ের সঙ্গে দেখা করতে এভারকেয়ার হাসপাতালে যাবেন। এরপর তার গুলশানের বাসভবনে ফেরার কথা রয়েছে।