ভারতের দিল্লিতে বাংলাদেশের মিশন এবং শিলিগুড়ির ভিসা সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনায় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার কাছে গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
ভারতীয় দূত বিষয়টি গুরুত্বসহকারে দেখার প্রতিশ্রুতি দিয়েছেন। ঢাকা আশা করে, এই প্রতিশ্রুতি দ্রুত কার্যকর পদক্ষেপে প্রতিফলিত হবে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম সাংবাদিকদের এমন প্রত্যাশার কথা জানান।
তলব নিয়ে ভারতের প্রতিক্রিয়ার প্রশ্নে মাহবুবুল আলম বলেন, ভারতের হাইকমিশনারকে তলব করে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে। এ সময় ভারতের পক্ষ থেকে বিষয়টি গুরুত্বসহকারে দেখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বাংলাদেশ আশা করে, এই প্রতিশ্রুতি দ্রুত কার্যকর পদক্ষেপে প্রতিফলিত হবে।
ভারতে বাংলাদেশের কোন মিশনগুলোতে ভিসা সেবা সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে— জানতে চাইলে মুখপাত্র বলেন, নিরাপত্তা সংক্রান্ত বিষয় বিবেচনায় নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন এবং আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে ভিসা সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এ ছাড়া শিলিগুড়িতে অবস্থিত বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।