1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ১১:২৯ অপরাহ্ন

জাকির খানের নিরাপত্তা চেয়ে মায়ের জিডি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি বহুল আলোচিত জাকির খানের নিরাপত্তা চেয়ে থানা সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

গত ৭ ডিসেম্বর জেলা সদর থানায় জিডি করেন জাকির খানের মা আছিয়া বেগম। বুধবার (১৭ ডিসেম্বর) বিষয়টি জানাজানি হয়।

জিডিতে উল্লখ করা হয়েছে, বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় প্রতিহিংসার শিকার হয়ে অতীতে বিভিন্ন সময় জাকির খানকে মিথ্যা মামলায় জড়ানো হয়। এসব মামলায় আওয়ামী লীগ সরকারের সময় দীর্ঘদিন কারাভোগ করেছেন। বর্তমানে ওই সব মামলায় খালাস পেয়ে তিনি বিএনপির বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন। এ অবস্থায় জাকির খানের জনপ্রিয়তার ঈর্ষান্বিত হয়ে কোনো কুচক্রী মহল তার ক্ষতি করতে পারে। এমন আশঙ্কা থেকে জাকির খানের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানানো হয় জিডিতে।

জিডির বিষয়ে জানতে জাকির খান ও তার মায়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও সম্ভব হয়নি।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আবদুল হালিম জিডির বিষয়টি নিশ্চিত করে বলেন, জাকির খান বর্তমানে সব মামলায় জামিনে আছেন। ভবিষ্যতে কেউ তার ক্ষতি করতে পারে, এমন আশঙ্কা তার মা জিডি করেছেন।

উল্লেখ্য, ব্যবসায়ী শাব্বির আলম খন্দকার হত্যাসহ মোট ৩৩টি মামলার আসামি ছিলেন জাকির খান। ফলে তিনি দীর্ঘদিন দেশের বাইরে অবস্থান করেছিলেন। পরে গোপনে দেশে আসলে ২০২২ সালের ৩ সেপ্টেম্বর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় তাকে গ্রেপ্তার করে র‌্যাব।

চলতি বছরের ৭ জানুয়ারি শাব্বির আলম খন্দকার হত্যা মামলার রায়ে জাকির খানসহ সব আসামি খালাস পান। এরপর গত ১৩ এপ্রিল নারায়ণগঞ্জ কারাগার থেকে তিনি জামিনে মুক্তি পান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি