ময়মনসিংহের গৌরীপুরে বিস্ফোরক আইনের মামলায় আওয়ামী লীগ নেতা এখলাস উদ্দিন নয়নকে (৪৭) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার গৌর ীপুর ইউনিয়নের কোনাপাড়া গ্রাম নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, এখলাস উদ্দিন নয়নের বাড়ি গৌরীপুর উপজেলার কোনাপাড়া গ্রামে। তিনি উপজেলার ২ নং গৌরীপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ও ইউনিয়নের ৯ নং শাখা ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মঙ্গলবার রাতে গৌরীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. হানিফ উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে নয়নকে গ্রেফতার করে। পরের দিন বুধবার বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়।
গৌরীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. হানিফ উদ্দিন বলেন, এখলাস উদ্দিন নয়নকে ২০২৪ সালের নভেম্বর মাসে গৌরীপুর থানায় দায়েরকৃত বিস্ফোরক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। বুধবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।