ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১)। এ সময় মো. ফয়সাল (২৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে নরসিংদী জেলার সদর থানাধীন তরুয়া এলাকার মোল্লা বাড়ি থেকে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, মোল্লা বাড়ির সামনের তরুয়ার বিলের পানির মধ্যে থেকে বিদেশি পিস্তল ২টি, ম্যাগাজিন ২টি, খেলনা পিস্তল ১টি, এমুনিশন ৪১ রাউন্ড উদ্ধার করা হয়।
এর আগে, প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের বাবা মো. হুমায়ুন কবির (৭০) ও মা মোসা. হাসি বেগমকে (৬০) কেরানীগঞ্জ থেকে আটক করে র্যাব।
এছাড়াও এর আগে, ফয়সালের স্ত্রী, বান্ধবী, শ্যালক, হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক সন্দেহে একজন, সহযোগী কবির ও তাকে পাচারে সহায়তার অভিযোগে সীমান্ত থেকে দুজনকে আটক করা হয়।
হাদিকে রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় গত রোববার (১৪ ডিসেম্বর) পল্টন থানায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় দণ্ডবিধির একাধিক ধারায় আসামিদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, হত্যাচেষ্টা, বিপজ্জনক অস্ত্র ব্যবহার করে স্বেচ্ছায় গুরুতর আঘাত, দুষ্কর্মে সহায়তার অভিযোগ আনা হয়েছে।