1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনামঃ

কয়েদির ওজন ৩০০ কেজি, প্রতিদিন খরচ আড়াই লাখ!

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

ভাবা যায়, জেলে থাকা এক কয়েদির ওজন ৩০০ কেজি! তার জন্য আলাদা খাট বানাতে হয়েছে। পাশাপাশি ২৪ ঘণ্টা নার্স বসানো হয়েছে পাশে। আর এত আয়োজনের পেছনে প্রতিদিন খরচ হচ্ছে আড়াই লাখেরও বেশি টাকা!

ঘটনাটি ঘটেছে ইউরোপের দেশ অস্ট্রিয়ায়। ২৯ বছর বয়সী ওই কয়েদি মাদক চোরাচালানের মামলায় দোষী সাব্যস্ত হয়ে প্রথমে ভিয়েনার জোসেফস্টাড জেলে ছিলেন।

কিন্তু বিপত্তি হলো অন্য জায়গায়। অতিরিক্ত ওজনের কারণে জেলের খাটই ভেঙে ফেললেন তিনি। এরপর তাকে ১৫ কিলোমিটার দূরের কোরনিউবার্গ জেলে স্থানান্তর করা হয়। তবে, সেখানেও তৈরি হয় নতুন ঝক্কি। তার জন্য বানাতে হয়েছে স্টিলের একটি বিশেষ খাট। এ ছাড়া তার স্বাস্থ্য নজরদারির জন্য একজন নার্সকেও রাখতে হয়েছে।

অস্ট্রিয়ার গণমাধ্যম বলছে, ওই কয়েদির পেছনে প্রতিদিন গড়ে ১ হাজার ৮০০ ইউরো খরচ হচ্ছে। যা অন্য বন্দিদের তুলনায় ১০ গুণ বেশি। বাংলাদেশি টাকায় এর পরিমাণ ২ লাখ ৫৩ হাজার।

এই বিপুল ব্যয় এখন অস্ট্রিয়ার সাধারণ মানুষের ক্ষোভের কারণ হয়ে উঠেছে। প্রশ্ন উঠছে, মাদক চোরাচালানের অপরাধে দোষী সাব্যস্ত এক ব্যক্তির জন্য ট্যাক্সদাতাদের অর্থ এতখানি খরচ করা কি যৌক্তিক?

সূত্র : জিও নিউজ উর্দু

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি