1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ

জামালপুরে ঈদে মিলাদুন্নবী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩

জামালপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের বজ্রাপুরে আইন কলেজ মিলনায়তনে এই কর্মসূচীর আয়োজন করে জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগ।

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. এম এ মান্নান খানের সভাপতিত্বে আলোচনা সভায় স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো: মোজাফফর হোসেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান স্বপনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, সর্বশ্রেষ্ঠ নবী হযরত মোহাম্মদ (স:) কে সৃষ্টি করা হয়েছে সকল সৃষ্টির রহমত হিসেবে, আজ তার জন্ম ও ওফাত দিবস। এই পবিত্র দিনটি ধর্মীয়ভাবে বেশ গুরুত্বপূর্ণ। একই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজ ৭৭ তম জন্মদিন, যার নেতৃত্বে বাংলাদেশে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড চলছে। আগামী নির্বাচনে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করতে সকল নেতাকর্মীদের প্রতি আহবান জানান বক্তারা।

পরে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন জাতীয় শ্রমিক লীগ জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল চিশতী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি