ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের গাজিপুর মাছের বাজারে ৬০টি মতো অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ময়মনসিংহ জেলা প্রশাসন ও কিশোরগঞ্জ সড়ক বিভাগ। ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী হাকিম এহসানুল হকের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এতে ১৫০ একর জমি দখলমুক্ত হয় বলে জানা যায়।
স্থানীয় সুত্র জানায়, দীর্ঘদিন যাবৎ ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের পাশে গৌরীপুরের গাজিপুর নামক স্থানে মহাসড়কের সরকারি জায়গা দখল করে একটি প্রভাবশালী মহল অবৈধ বাজার বসিয়েছে।
তাদের একাধিকবার নোটিশ করার পরও দখল ছাড়েনি। এ অবস্থায় আজ শনিবার সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আধাপাকা ঘরসহ ৬০টি স্থাপনা উচ্ছেদ করা হয়।
কিশোরগঞ্জ সওজের উপবিভাগীয় প্রকৌশলী সাইদুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে প্রায় ১৫০ একর ভূমি অবৈধ দখলদাররা ভোগ করে আসছিল। তাদের ওই জায়গা ছাড়তে একাধিকবার নোটিশ দেওয়া হয়। কিন্তু তারা কর্ণপাত করেনি। আজ জেলা প্রশাসকের নির্বাহী হাকিমের উপস্থিতিতে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এতে আইন-শৃঙ্খলার সার্বিক সহযোগিতা করে গৌরীপুর থানা পুলিশ।