ময়মনসিংহে অভিযান চালিয়ে বিপুল মাদকদ্রব্যসহ সাত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। যাদের মধ্যে দুই নারীসহ পাঁচজনই রোহিঙ্গা নাগরিক।
গ্রেপ্তারকৃতরা হলেন, নেত্রকোনা সদরের ইলিয়াস কাদের বাবুল (৪৩), ময়মনসিংহ নগরীর চরকালীবাড়ী এলাকার নাজমুল হুদা (২৬), রোহিঙ্গা নাগরিক আনোয়ারা আক্তার রোজিনা (২৬), খালেদা আক্তার (৩৮), মো. শাহেদ (২২), নজরুল ইসলাম (২৯) ও মো. তৈয়ব (২০)।
শনিবার (২১ মে) দুপুরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পরিচালক শওকত ইসলাম।
তিনি জানান, শক্রবার সন্ধ্যায় শহরের চরকালীবাড়ি এলাকায় অভিযান চালালানো হয়। এসময় ৭ হাজার পিস ইয়াবা, ৩৪ বোতল বিদেশি মদ ও মাদকবিক্রিত এক লাখ টাকাসহ ৭ জনকে আটক করা হয়। পরে আটককৃতদের বিরুদ্ধে ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেছে মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর। গ্রেপ্তারকৃতরা টেকনাফ থেকে ইয়াবা এনে ময়মনসিংহে মজুদ করে আশপাশের জেলার মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করতো।