ঈদের দিন ময়মনসিংহসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সোমবার মধ্যরাতের পরে ভারতের বিহার রাজ্য থেকে আগত একটি কালবৈশাখী ঝড় রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁ ও দিনাজপুর জেলা দিয়ে বাংলাদেশের প্রবেশ করার (রাত ১২ টা থেকে ৪ টার মধ্যে) প্রবল সম্ভাবনা রয়েছে।
এই কালবৈশাখী ঝড় রাত ৪ টা থেকে ভোর ৬ টার মধ্যে রংপুর বিভাগের সকল জেলার উপর দিয়ে প্রবাহিত হয়ে রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর উপর দিয়ে ভোর ৪ টা থেকে সকাল ৮ টার মধ্যে প্রবাহিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। দুপুর ১ টা থেকে ৪ টার মধ্যে রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর উপর দিয়ে দিনের দ্বিতীয় কালবৈশাখী ঝড় প্রবাহিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।