ত্রিশাল পৌর মিলনায়তনে আজ রবিবার (২০ মার্চ) পবিত্র রমজান উপলক্ষ্যে ময়মনসিংহ জেলার ৩,০২,৯৭১ জন নিম্ন আয়ের মানুষের নিকট ভর্তুকি মূল্যে টিসিবি’র নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি ময়মনসিংহের বিভাগীয় কমিশনার জনাব মোঃ শফিকুর রেজা বিশ্বাস।
উক্ত আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এনামুল হক।
আরও উপস্থিত ছিলেন মোঃ আক্তারুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার, ত্রিশাল, এবিএম আনিছুজ্জামান, মেয়র, ত্রিশাল পৌরসভা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
জেলা প্রশাসক তার বক্তব্যে টিসিবি’র পণ্য বিতরণ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার নির্দেশনা প্রদান করেন।
প্রথম পর্যায়ে সমগ্র বাংলাদেশে প্রায় ১ কোটি নিম্নআয়ের মানুষের মাঝে চিনি, ডাল ও তেল এবং পরবর্তীতে পর্যায়ক্রমে ছোলা, পেঁয়াজ ও খেজুর বিতরণ করা হবে।