ময়মনসিংহে নকল ব্যান্ড রোলযুক্ত প্রায় আড়াই লাখ শরীফ বিড়ি জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার সকালে নগরীর শম্ভুগঞ্জে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের ম্যাজিস্ট্রেট জান্নাতুল মাওয়া। এ ঘটনায় মোশারফ হোসেন নামে একজনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী থেকে ময়মনসিংহ হয়ে শেরপুরে একটি মাছের পিকআপ ভ্যান আসছিল। ওই ভ্যান থেকে ২ লাখ ৪০ হাজার শরীফ বিড়ি জব্দ করা হয়েছে। এ ঘটনায় পিকআপ ভ্যানের চালক মোশারফ হোসেনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে বিড়ির মালিককে তলব করা হয়েছে।
অন্যদিকে, ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী বাজারে ৫০ হাজার নকল ব্যান্ড রোলযুক্ত আকিজ বিড়ি জব্দ করে আগুনে পুড়িয়েছেন ব্যবসায়ীরা।
জেলা প্রশাসক বলেন, সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে একটি চক্র কম দামে ভোক্তাদের কাছে নকল বিড়ি বিক্রি করে আসছে। এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।