ময়মনসিংহের ফুলপুরে যুদ্ধাপরাধ মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম আব্দুর রশিদ সরকার (৮৫)। মঙ্গলবার দুপুর ১টার দিকে ফুলপুর পৌরসভার আমুয়াকান্দা-পয়ারী রোডের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আব্দুর রশিদ সরকার উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের দারুয়ারি গ্রামের প্রয়াত তরিফ উদ্দিন সরকারের ছেলে। তার বিরুদ্ধে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১ থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এ পরিপ্রেক্ষিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
আব্দুর রশিদ ঢাকায় পলাতক ছিলেন। ১৮ জানুয়ারি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। গোপন তথ্যে রশিদ বাড়িতে এসেছেন জেনে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ২০১৯ সালে করা যুদ্ধাপরাধের একটি মামলায় আবদুর রশিদ সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাঁকে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানোর প্রস্তুতি চলছে।