1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১১:০৪ অপরাহ্ন

জনগণকে মিথ্যা প্রলোভন দিয়ে ভোট নেয় আওয়ামী লীগ : মির্জা ফখরুল

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনা মাথায় হিজাব পরে হাতে তসবিহ নিয়ে ২০০৮ সালে ঘরে ঘরে গিয়ে ভোট ভিক্ষা চেয়েছিলেন। তখন বলেছিলেন ১০ টাকা কেজি চাল খাওয়াবেন। বলেছিলেন ঘরে ঘরে চাকরি দেবেন। কিন্তু দেননি।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর নতুন বাজার দলীয় কার্যালয়ের সামনে ময়মনসিংহ মহানগর বিএনপি আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন। বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং টিসিবির মাধ্যমে স্বল্পমূল্যে সব জায়গায় পণ্য সরবরাহের দাবিতে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

আওয়ামী লীগের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ বলেছিল বিনা পয়সায় সার দেবে, সার দেয়নি। এটাই হচ্ছে আওয়ামী লীগ। মানুষকে ভুল বুঝিয়ে প্রতারণা করে। জনগণকে মিথ্যা প্রলোভন দিয়ে ভোট নেয়। ভোট নেওয়ার পর ক্ষমতায় বসে জনগণকে লাথি মেরে বের করে দেয়। আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে ততবার জনগণের সঙ্গে ভয়াবহ এ আচরণ করেছে।’

নবগঠিত নির্বাচন কমিশন প্রসঙ্গে তিনি বলেন, ‘ডা. জাফরুল্লাহ নির্বাচন কমিশনারের প্রশংসা করলেও বিএনপির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। বিএনপিকে কোনো মতামত দেওয়ার ক্ষমতা তিনি রাখেন না। এটা তার নিজস্ব মন্তব্য।’

মির্জা ফখরুল বলেন, ১৯৭১ সালে যখন স্বাধীনতা যুদ্ধ হয়েছিল তখন আমাদের ছেলেরা জন্ম নেয়নি। তখন আওয়ামী লীগ বলেছিল, এই দেশে মানুষের অধিকার প্রতিষ্ঠা করা হবে। এই দেশে কেউ অত্যাচার-নির্যাতন করতে পারবে না। আজকে ৫০ বছর পর আমার মায়ের মুখে হাসি নেই কেন? আমার কৃষক ভাই কেন ধানের মূল্য পায় না, পাটের মূল্য পায় না। কেন আজকে ৭০ টাকা কেজি চাল খেতে হয়, সয়াবিন তেল কেন ২০০ টাকা কেজি হয়েছে বলে প্রশ্ন রাখেন তিনি।

মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলামের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেস আলী মামুন, শরীফুল আলম প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি