1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ০২:৩৮ পূর্বাহ্ন

ফুলপুর উপজেলার ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২

ময়মনসিংহের ফুলপুর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১০টায় ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে ওই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান ময়মনসিংহ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এনামুল হক।

এসময় উপস্থিত ছিলেন উপ-পরিচালক (স্থানীয় সরকার) মো. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়শা হক, ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার, সহকারি পরিচালক (স্থানীয় সরকার) মো. এরফানুর রহমান, ছনধরা ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, রামভদ্রপুর ইউপি চেয়ারম্যান রুকনুজ্জামান, ভাইটকান্দি ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ, সিংহেশ্বর ইউপি চেয়ারম্যান শাহা আলী, ফুলপুর সদর ইউপি চেয়ারম্যান রেজাউল হক ফকির রাসেল, পয়ারী ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম, রহিমগঞ্জ ইউপি চেয়ারম্যান একরাম হোসেন চৌধুরী পান্না, রূপসী ইউপি চেয়ারম্যান শাহ সুলতান চৌধুরী, বালিয়া ইউপি চেয়ারম্যান দেলোয়ার মোজাহীদ সরকার, বওলা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মাহবুব আলম প্রমুখ।

শপথবাক্য পাঠ শেষে জেলা প্রশাসক তার বক্তব্যে প্রশাসনিক কাঠামোর অংশ হিসেবে ইউনিয়ন পরিষদের গুরুত্ব তুলে ধরেন এবং সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশকে এগিয়ে নিতে ও ২০৪১ সালের মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বিনির্মাণে চেয়ারম্যানদের করণীয় সম্পর্কে আলোচনা করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি