ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনায় ইয়াদ নামে দুই বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে ময়মনসিংহ মেডিক্যালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ২২ জানুয়ারি ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হয় ওই শিশু। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার (২৭ ফেব্রুয়ারি) রাতে মারা যায়।
ইয়াদ ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ইসহাক খানের ছেলে।
এদিকে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও এন্টিজেন টেস্টে ১৩২টি নমুনা পরীক্ষা করে ৭ জন করোনা শনাক্ত হয়েছেন।