রাস্তায় ফেলে রাখা লালবালু আর অতিরিক্ত মালবোঝাই বালুর ট্রাক এখন ময়মনসিংহের মানুষের কাছে যেন মৃত্যু আতঙ্কের এক নাম। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ ঘেষে প্রায় ৩০ কিলোমিটার এলাকা জুড়ে বেআইনিভাবে এসব বালু জমিয়ে রেখে ব্যবসা করছে একটি সিন্ডিকেট। মহাসড়কে দাঁড়িয়ে থাকা বালির ট্রাক ও পরে থাকা বালিকে কেন্দ্র করে প্রায়ই ঘটছে দুর্ঘটনাও। ফলে দিনকে দিন ক্ষতিগ্রস্থ ও ঝুঁকিপূর্ণ হচ্ছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক।
অবশেষে বিষয়টি নজরে এসেছে প্রশাসনের। অভিযোগের প্রেক্ষিতে চালানো হয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দরিরামপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামান।
অভিযানে গিয়ে তিনি ওই স্থানে দেখতে পান মহাসড়কের পাশেই স্তুপ করে ফেলে রাখা হয়েছে বালু। এসময় মহাসড়কে বেআইনিভাবে বালু ফেলে জমিয়ে রাখার অপরাধে একজনকে ১০ হাজার ও অপর বালু ব্যবসায়ীকে ৫ হাজার টাকাসহ মোট ১৫ হাজার টাকা জরিমানা করেন তিনি। একইসঙ্গে দ্রুত সময়ের মধ্যে মহাসড়কের পাশ থেকে এসব বালু অপসারণের নির্দেশও দেন।
সড়ককে নিরাপদ রাখতে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ইউএনও মো. আক্তারুজ্জামান।