1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১১:৩৯ অপরাহ্ন

মমেকে যৌন হয়রানির অভিযোগ, কম নাম্বার দেয়ায় ষড়যন্ত্র দাবি শিক্ষকের

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২

ময়মনসিংহ মেডিকেল কলেজের ৫৩ ব্যাচের শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ উঠছে। কলেজের সার্জারী বিভাগের বিভাগীয় প্রধানের বিরুদ্ধে এমন অভিযোগ এনে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। ওই বিভাগীয় প্রধানের নাম প্রফেসর ডা. আবুল কালাম আজাদ। যদিও তিনি এ অভিযোগকে ভিত্তিহীন ও ষড়যন্ত্র হিসেবে দাবি করেছেন।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল গেটের সামনে ঘন্টাব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রফেসর ডা. আবুল কালাম আজাদের অপসারণ ও বিচার চান শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা বলেন, শুধু এখন নয় ওই শিক্ষক বারবার শিক্ষার্থীদের কু-প্রস্তাব দেন। বর্তমানে আমাদের বড় আপু প্রাণের ভয়ে কলেজ থেকে চলে গিয়েছেন। তিনি আতঙ্কে আছেন। শিক্ষকরা আমাদের পিতার মত। তারা যদি আমাদের সাথে এমন আচরণ করেন তাহলে আমরা কোথায় যাবো এবং কার কাছ থেকে আদর্শ শিক্ষা গ্রহন করবো। এরকম শিক্ষক আমরা চাই না। আমরা এর বিচার চাই। আর কেউ যেন শিক্ষার্থীদের সাথে এমন আচরণ না করতে পারে সে ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।

তবে বিষয়টি অস্বীকার করে প্রফেসর ডা. আবুল কালাম আজাদ বলেন, অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট। পরীক্ষায় কিছু শিক্ষার্থীকে নাম্বার কম দেয়ার কারণে তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে মানববন্ধন করেছে।

এ ব্যাপারে ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ চিত্ত রঞ্জন দেবনাথ বলেন, আমি জরুরি কাজে বাইরে আছি। সেখান থেকে শিক্ষার্থীদের সাথে বসে আলোচনা করবো এবং বিষয়টি খতিয়ে দেখবো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি