1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ০৮:৪২ অপরাহ্ন

ময়মনসিংহে ১৯ মহিলা পেলেন বীর মুক্তিযোদ্ধা সম্মাননা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২

ময়মনসিংহের ফুলপুর উপজেলার ৪ জনসহ মোট ১৯ জন মহিলা পেলেন বীর মুক্তিযোদ্ধা সম্মাননা।

আজ মঙ্গলবার সকাল ১১টায় ময়মনসিংহ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে তাদেরকে বীর মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্ত ফুলপুর উপজেলার ৪ জন মহিলা বীর মুক্তিযোদ্ধা হলেন ময়মনা খাতুন, রেজিয়া খাতুন, সাহেরা খাতুন ও সালেহা খাতুন। (সাহেরার পক্ষে তার ছেলে সাহেদ আলী ও সালেহা খাতুনের পক্ষে তার নাতনী মিনা আক্তার সম্মাননা গ্রহণ করেন।)

এছাড়া হালুয়াঘাটের পয়রবী খাতুন, আয়েশা খাতুন, নূরজাহান খাতুন, ফাতেমা খাতুন, রুমেছা খাতুন দুঃখু, রহিমা খাতুন ও জাহেরা খাতুনসহ সাতজনকে, ময়মনসিংহ সদরের রাজিয়া আক্তার কমলাসহ পাঁচজনকে, মুক্তাগাছার গীতা ঋষি এবং গফরগাঁওয়ের মমতাজ বেগম ও চিনু রাণী দাসসহ ১৯ জন মহিলা মুক্তিযোদ্ধা ও বীরমাতা বীরাঙ্গনাদেরকে সম্মাননা প্রদান করা হয়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এর আয়োজন করে।

উল্লেখ্য, এর আগে ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা বীর মুক্তিযাদ্ধা সম্মাননা’ ২০২২ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি। মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি এতে সভাপতিত্ব করেন। এসময় ময়মনসিংহ জেলা প্রশাসক সম্মেলন কক্ষ হতে ভার্চুয়াল প্লাটফর্মে যুক্ত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এনামুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কান্তি চক্রবর্তী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) খন্দকার ফজলে রাব্বি, বাংলাদেশ আওয়ামী লীগ মহানগর, ময়মনসিংহ শাখার সভাপতি মো. এহতেশামুল আলম, সাংবাদিক এটিএম রবিউল করিম রবি প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি