ময়মনসিংহে পুলিশের কাজের স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে পোশাকে বডিওর্ন ক্যামেরা লাগানো হয়েছে।
বুধবার (৯ ফ্রেব্রুয়ারি) জেলা পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান তার কার্যালয়ে ট্রাফিক বিভাগ ও কোতোয়ালি থানা পুলিশের কর্মকর্তাদের কাছে বডিওর্ন ক্যামেরা হস্তান্তর করেন।
এ বিষয়ে জেলা পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান বলেন, বাংলাদেশ পুলিশ যুগের সঙ্গে তাল মিলিয়ে বিশ্বমানের সেবা নিশ্চিত কল্পে আধুনিকায়নের কাজ করে যাচ্ছে। আমরা কাজ করতে গিয়ে অনেক সময় সমস্যায় পড়ি। আবার অনেক সময় পুলিশের বিরুদ্ধে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ ওঠে। তাই পুলিশের কাজের স্বচ্ছতা নিশ্চিত করতে বিশেষ ভূমিকা রাখবে বডিওর্ন ক্যামেরা।
এই বডিওর্ন ক্যামেরা দুর্ঘটনা, আইনশৃঙ্খলা ও বিভিন্ন অপরাধসহ আশপাশের সব দৃশ্য ধারণ করবে। পুলিশের পাশাপাশি এর সুফল পাবে সাধারণ জনগণও। এ ক্যামেরা মনিটরিং করবেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
তিনি আরও বলেন, যেকোনো অপরাধ পুলিশ সদস্যদের চোখ এড়িয়ে গেলেও ক্যামেরায় সব রেকর্ড থাকবে। এসব ক্যামেরার মাধ্যমে অডিও, ভিডিও ও ছবি ক্যাপচার করা যায়। পাশাপাশি জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যেই লোকেশন শনাক্ত করা সম্ভব হয়।