ময়মনসিংহের ফুলপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠী কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় আজ বুধবার দিনব্যাপী তাদের প্রশিক্ষণ দেওয়া হয়।
সকাল ৯টায় উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র শিববাড়ীতে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ অফিসার ড. মোছা. নাসরিন আক্তার বানু, সিনিয়র মনিটরিং অফিসার মো. নাজমুল হাসান, উপজেলা কৃষি অফিসার মো. আব্দুল্লাহ আলমামুন, কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল হাসান কামু প্রমুখ।
প্রশিক্ষণ শেষে উপজেলার রামভদ্রপুর ইউনিয়ন থেকে আগত ৩০ জন ক্ষুদ্র নৃগোষ্ঠী কৃষকের মাঝে বিভিন্ন ধরনের সবজির বীজ বিতরণ করা হয়।