ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে হাজতিদের দেখার জন্য ৫টি স্মার্ট টেলিভিশন উপহার দিয়েছেন ময়মনসিংহের জেলা প্রশাসক। গতকাল সোমবার বিকেলে নগরীর কেন্দ্রীয় কারাগারে উপস্থিত হয়ে জেলা প্রশাসক মো. এনামুল হক টেলিভিশন কারা কর্তৃপক্ষের হাতে তুলে দেন। বিষয়টি জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক।
আয়েশা হক বলেন, জেলা প্রশাসক প্রতি মাসে কারাগার পরিদর্শন করেন। এ সময় তিনি হাজতিদের বিভিন্ন অভিযোগ শোনেন এবং সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেন। কয়েদিদের অনেক দিনের চাহিদা ছিল তাঁদের জন্য বিনোদনের ব্যবস্থা করা। তাঁদের সেই দীর্ঘদিনের চাহিদা অনুযায়ী গতকাল কারা পরিদর্শনে গিয়ে হাজতিদের জন্য তিনি ৫টি স্মার্ট টেলিভিশন উপহার দেন।
‘রাখিব নিরাপদ, দেখাব আলোর পথ’ এই লক্ষ্য সম্পন্ন করার লক্ষ্যে কারাবন্দীরা যেন দেশ-বিদেশের খবর, বিনোদন উপভোগ করতে পারেন সে কারণে এ ব্যবস্থা করা হয়েছে।