1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ০২:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপিতে যোগ দিলেন এলডিপি মহাসচিব ড. রেদোয়ান সংবর্ধনা অনুষ্ঠানে তারেক রহমান ছাড়া কেউ বক্তব্য দেবে না রামপুরায় হত্যাযজ্ঞ : বিজিবির রেদোয়ানুলসহ ৪ জনের বিচার শুরুর আদেশ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে প্রধান বিচারপতি নিয়োগের প্রজ্ঞাপন জারি ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে যুবকের মৃত্যু দিল্লির আশ্বাসের প্রতিফলন চায় ঢাকা : মুখপাত্র নোয়াখালীতে চর দখল নিয়ে দুই পক্ষের গোলাগুলি, নিহত ৫ তারেক রহমান বাসায় পৌঁছানো পর্যন্ত শৃঙ্খলার সঙ্গে রাস্তায় অবস্থান করবেন তুরস্কের সংসদে হাতাহাতি-ঘুষি বিনিময়, অধিবেশন স্থগিত জোটের প্রার্থী জুনায়েদ আল হাবিব, মনোনয়ন না পেলেও লড়বেন রুমিন ফারহানা

মমেক হাসপাতালে অবহেলায় শিশুর মৃত্যুর অভিযোগ, অবশেষে মীমাংসা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসকের অবহেলায় রোহান (৪) নামে এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠে। শিশুটি বিনা চিকিৎসায় মারা গেছে বলে অভিযোগ করেন তার স্বজনেরা। এ ঘটনায় শিশুটির চাচা নার্সকে মারধর শুরু করে, পরে হাসপাতাল কর্তৃপক্ষ নিহত শিশুটির চাচাকে আটক করে মারধরের অভিযোগ পাওয়া যায়। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুরোনো তিনতলা ভবনের ২৬ নম্বর ওয়ার্ড এই ঘটনা ঘটে। পরবর্তীতে উভয় পক্ষ বিষয়টি মীমাংসা করে নিয়েছে। আজ শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন ময়মনসিংহ কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দ।

নিহত রোহান জেলার মুক্তাগাছা উপজেলার মুজাহাটি গ্রামের মোহন মিয়ার ছেলে।

এ বিষয়ে শিশুটির একজন আত্মীয় ফুয়াদ হোসেন বলেন, বিকেলের দিকে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় রোহানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে গিয়ে চিকিৎসককে অনেক ডাকাডাকি করলেও কেউ আসেনি। পরে সুমি আক্তার নামে এক নার্স আসলে তাকে মারধর করে শিশু রোহানের চাচা সাব্বির মিয়া। এ ঘটনা দেখে অন্য চিকিৎসকেরা সাব্বির মিয়াকে মারধরের পর আটকে রাখে।

তিনি অভিযোগ তুলে বলেন, ‘রোহান বিনা চিকিৎসায় মারা গেছে।’

এই ঘটনায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক (প্রশাসন) ডা. জাকিউল ইসলাম বলেন, ‘অবহেলার কোনো ঘটনা ঘটেনি। চিকিৎসকেরা অপারেশন থিয়েটারে ছিল। পরে নার্স ওই শিশুর কাছে গেলে নিহতের স্বজনরা তাকে মারধর করেন। তবে, বিষয়টি মীমাংসা হয়ে গেছে।’

ময়মনসিংহ কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দ বলেন, ‘রোগীর অবস্থা গুরুতর হওয়ায় তাঁর পরিবারের লোকজনের সঙ্গে এই হাতাহাতির ঘটনা ঘটে। এটি ভুল বোঝাবুঝির কারণে হয়েছে। এ ঘটনায় রোগীর এক আত্মীয়কে হাসপাতালের পুলিশ ক্যাম্পে রাখা হয়। পরে তাঁরা উভয় পক্ষই বিষয়টি মীমাংসা করে নিয়েছে। এ বিষয়ে কোনো মামলা করা হয়নি।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি