1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ

শ্রীপুরে মহুয়া এক্সপ্রেসের ইঞ্জিন ও দু’টি বগি লাইনচ্যুত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২

গাজীপুরের শ্রীপুরের কাওরাইদ রেল স্টেশনে ময়মনসিংহগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও দু’টি বগি লাইনচ্যুত হয়েছে। তাড়াহুড়ো করে নামতে গিয়ে কয়েকজন যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে এগারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর স্টেশন মাস্টার হারুন অর রশিদ। তিনি জানান, ঢাকা থেকে নেত্রকোনার মোহনগঞ্জগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনটি বেলা ১১টা ১২মিনিটে শ্রীপুর স্টেশন ত্যাগ করে। ট্রেনটি কাওরাইদ স্টেশনে পৌঁছার আগেই ইঞ্জিন ও দু’টি বগি লাইনচ্যুত হয়।

তিনি আরও জানান, কাওরাইদ রেললাইন স্টেশন এলাকায় রেল লাইন মেরামতে কাজ চলছিল। মেরামতকারীরা (গ্যাং সদস্যরা) লাইনের নিচে কাঠের স্লিপার সরিয়ে ফেলে। বিষয়টি কাওরাইদ স্টেশন মাস্টারকে অবহিত করেননি তারা। অপরদিকে মহুয়া এক্সপ্রেস ট্রেনটিকে দুই নম্বর লাইনে প্রবেশের অনুমতি দেয় স্টেশনে কর্মরত স্টেশন মাস্টার। পরে ট্রেনটি স্টেশনের প্রবেশের আগেই একটি ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এতে তাড়াহুড়ো করে নামতে গিয়ে কয়েকজন সামান্য আহত হয়েছেন বলেও জানান স্টেশন মাস্টার হারুন অর রশিদ।

তিনি বলেন, বর্তমানে স্টেশনের এক নম্বর লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। বিষয়টি ঊধ্বর্তন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ময়মনসিংহ হতে রিলিফ ট্রেন আসছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি