1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ

ফুলপুরে সড়ক ও জনপথের উচ্ছেদ অভিযান

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২

ময়মনসিংহের ফুলপুরে সড়ক ও জনপথের জায়গা বেদখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ওই অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন সহকারি কমিশনার (ভূমি) ফারজানা আক্তার ববি। এসময় সড়ক ও জনপথের উপ-বিভাগীয় প্রকৌশলী আজিজুল হক ও কর্মকর্তা কর্মচারীবৃন্দসহ ফুলপুর থানা পুলিশ উপস্থিত ছিলেন। ফুলপুর কোর্ট ভবন এলাকা থেকে শুরু করে দিউ বালিয়া মোড় পর্যন্ত উভয় পাশে ওই অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, ১০ জানুয়ারি আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় বাসস্ট্যান্ড এলাকার অবৈধ স্থাপনা ও চাঁদাবাজির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। সেই সিদ্ধান্তের আলোকে উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার ওইদিনই সরেজমিন গিয়ে মাইকিং করে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে সময় বেঁধে দেন। নির্দিষ্ট তারিখে অবৈধ স্থাপনা না সরানোর কারণে আজ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এর ফলে বাসস্ট্যান্ডে যানজট কমবে ও নান্দনিক পরিবেশের অবতারণা হবে বলে সুধীমহল মনে করেন। তবে সুশীল সমাজের পক্ষ থেকে উচ্ছেদ হওয়া ফুটপাথের ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের ব্যবস্থা নেওয়ারও যথাযথ কর্তৃপক্ষের নিকট দাবি জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি