ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের অংশের সড়কের বেহাল দশা সংস্কারের দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামীকাল রবিবার থেকে এ রুটে সকল গণপরিবহন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ময়মনসিংহের পরিবহন মালিক সমিতি। তবে এ ধর্মঘট অনিদিষ্ট কালের জন্য নাকি এক দিনের তা আগামীকালই জানাবেন পরিবহন মালিক নেতৃবৃন্দ।
ধর্মঘটের বিষয়টি আজ শনিবার সন্ধ্যায় জেলা মটর মালিক সমিতির সভাপতি মমতাজ উদ্দিন নিশ্চিত করেছেন।
মালিক সমিতির নেতৃবৃন্দ জানান, গত ৪/৫ বছর ধরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর চৌরাস্তা থেকে টঙ্গী সড়কের অংশ চরম বেহাল দশায় রয়েছে। উন্নয়ন কাজ চললেও চলছে ধীরগতি। যান চলাচলের জন্য ঠিকাদারী প্রতিষ্ঠান নিয়মিত ভাবে সড়ক সংস্কার করছে না। এতে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ময়মনসিংহ অঞ্চলের পরিবহন মালিকরা। ময়মনসিংহ থেকে ঢাকা যেতে ৩ ঘণ্টার পরিবর্তে এখন সময় নেয় ৪/৫ ঘণ্টা। কখনো কখনো আরো বেশি।
এতে ক্ষুব্দ হয়ে বর্তমান জানুয়ারি মাসের ২ তারিখ এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে মহাসড়কের গাজীপুর অংশটুকু সংস্কারের দাবি জানায় ময়মনসিংহ অঞ্চলের পরিবহন মালিকরা। নয়তো ১৫ তারিখ থেকে যান চলাচল বন্ধ রাখার ঘোষণাও দেওয়া হয় ওই সাংবাদিক সম্মেলনে।
পরিবহন মালিকরা জানান, সাংবাদিক সম্মেলনের পরও সড়কের ওই অংশের বেহাল দশার কোনো উন্নতি হয়নি। তাই বাধ্য হয়ে অবশেষে যান চলাচল বন্ধ রাখার সিদ্বান্ত নিয়েছে পরিবহন মালিকরা।