ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্যাটারিচালিত অটোরিকশা চাপায় সাদিকুল নামে তিন বছরের এক শিশু মারা গেছে। আজ বুধবার বিকেলে উপজেলার বারবাড়িয়া ইউনিয়নের শিবগঞ্জ-ধলা সড়কের লক্ষ্মণপুর ফুটাঙ্গির মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত সাদিকুল লক্ষ্মণপুর গ্রামের শাহিন মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বারবাড়িয়া ইউনিয়নের লক্ষ্মণপুর গ্রামের ফুটাঙ্গির মোড় এলাকায় শিবগঞ্জ-ধলা সড়কের পাশে শাহিন মিয়ার বাড়ি। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে কটকটি বিক্রেতা শাহিন মিয়ার বাড়ির সামনে এসে হাঁক দিলে শিশু সাদিকুল কটকটি খাওয়ার বায়না ধরে। পরে মায়ের কাছ থেকে টাকা নিয়ে রাস্তা অতিক্রম করে কটকটি কিনে বাড়ি আসার সময় ব্যাটারিচালিত দ্রুতগামী একটি অটোরিকশা সাদিকুলকে চাপা দেয়। এতে শিশু সাদিকুল গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন অজ্ঞান অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার সাদিকুলকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কাশেম বলেন, ‘খুবই মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা। শিশুটির দাদা আব্দুস সাত্তার আমার পরিষদের চৌকিদার।’
গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, ‘খবর পেয়ে আমার অফিসার ও ফোর্স ঘটনাস্থলে পাঠিয়েছি। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’