৬ বছর হয়ে গেলো, এখনও ছেলের খুনের বিচারই শুরু হইলো না। আমরা বৃদ্ধ বাবা-মা হিসেবে কি ছেলের খুনের বিচার দেখে যেতে পারবো না! কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন প্রায় ৬ বছর আগে খুন হওয়া ময়মনসিংহের শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের শিক্ষার্থী শাকিলের বাবা ও মা। আজ বুধবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তারা ছেলের বিচার চেয়ে কথা বলেন।
শাকিলের মা উম্মে কুলসুম জাহানারা বেগম বলেন, তার একমাত্র ছেলেকে হত্যার পর পুলিশ দ্রুত আসামিদের গ্রেপ্তার করেছিল। মামলাও শুরু হয়েছিল। কিন্তু এখন মামলা এগুচ্ছে না। তারিখের পর তারিখ পড়ে। এভাবে সময় চলে গেছে ৬ বছর। কবে বিচার শুরু হবে, কবে খুনিরা শাস্তি পাবে তা অনিশ্চিত। তাদের একান্ত অনুরোধ সরকার ও বিচার বিভাগ মামলাটিকে গুরুত্ব দিয়ে দ্রুত শেষ করে অপরাধীদের বিচার নিশ্চিত করবেন।
জাহানারা বেগম বলেন, তিনি কারো বিরুদ্ধে অভিযোগ করছেন না। তিনি চান মামলাটি যেন দ্রুত শেষ হয়। মারা যাওয়ার আগে তারা খুনীদের শাস্তি দেখে যেতে চান। সাংবাদিক সম্মেলনে শাকিলের বাবা-বোনসহ অন্যান্য আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজে ২০১৬ সালে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে এইচএসসি পরীক্ষার্থী ছিলেন মোতাহসিম বিল্লাহ শাকিল। ফুলবাড়িয়া উপজেলার বাসিন্দা এমদাদুল হক ও উম্মে কুলসুম জাহানারা বেগম দম্পতির একমাত্র সন্তানকে নিয়ে নগরীর আকুয়া এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন তারা। ২০১৬ সালের ২৮ জানুয়ারি এক ছাত্রীকে উত্ত্যক্তের ঘটনার জেরে কয়েকটি কলেজের শিক্ষার্থী সংঘবদ্ধ হয়ে শাকিলকে হত্যা করে।
এ ঘটনায় নিহতের বাবা এমদাদুল হক বাদী হয়ে ওই বছরের ২৯ জানুয়ারি কোতোয়ালি থানায় একটি মামলা করেন। মামলাটি তদন্ত শেষে ওই বছরের ৭ আগস্ট আদালতে চার্জশিট দেওয়া হয়। চার্জশিটে অভিযুক্তরা হলো- সিফাত ইয়াসিন তুবা (১৯), ফাহিম শাহরিয়ার প্রদীপ (১৮), আদিদ আহমেদ শাওন (১৮), মাহমুদুল হাসান নাদিম (১৮), নাইমার রহমান ধ্রুব (১৯)।
তবে আসামিদের প্রকৃত বয়স কম এমন তথ্য দিয়ে উচ্চ আদালতে একটি আবেদন করা হয়। আসামিদের পক্ষের মোকদ্দমার কারণে দীর্ঘসূত্রিতা দেখা দেয় মামলার বিচার শুরু হতে। এ কারণে বিচার নিয়ে শঙ্কায় রয়েছেন নিহতের বাবা-মা ও স্বজনরা।