1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ

ময়মনসিংহে ২৬ ইউনিয়নে চলছে ভোটগ্রহণ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৫ জানুয়ারী, ২০২২

পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ময়মনসিংহের দুটি উপজেলার ২৬ টি ইউনিয়নে চলছে ভোট গ্রহণ। সকাল ৮ টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল ৪ টা পর্যন্ত।

জেলায় নান্দাইল ও গফরগাঁও উপজেলার ২৬ টি ইউনিয়নে ৭৫ জন চেয়ারম্যান, ৮৭২ জন সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩০৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

দুই উপজেলার ৫ লাখ ৯০ হাজার ৯৯৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। ২৬ টি ইউনিয়নের মধ্যে নান্দাইলের চন্ডীপাশা ইউনিয়নে শুধুমাত্র ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হচ্ছে।

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ১১ টি ইউনিয়নে ৬৪ জন চেয়ারম্যান, সাধারণ সদস্য ৩৯৯ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩৯ জন প্রার্থী লড়াই করছেন। ১১০ টি ভোট কেন্দ্রে ৭০৪ টি ভোট কক্ষে ২ লাখ ৬৪ হাজার ৪১৬ জন ভোটার ভোট দিয়ে নির্বাচিত করবেন জনপ্রতিনিধি।

পাশের উপজেলা গফরগাঁওয়ে ১৫ টি ইউনিয়নে ১১ জন চেয়ারম্যান, সাধারণ সদস্য ৪৭৩ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৬৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৪৬ টি ভোট কেন্দ্রে ৮৮৪ টি ভোট কক্ষে ৩ লাখ ২৬ হাজার ৫৭৮ জন ভোটার ভোট দিয়ে নির্বাচিত করবেন জনপ্রতিনিধি।

গফরগাঁও উপজেলার ১৫ টি ইউনিয়নের মধ্যে ১১টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আগেই। ওই ১১ টিতে শুধুমাত্র সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচন হচ্ছে।

জেলা নির্বাচন কর্মকর্তা দেওয়ান সারোয়ার জাহান জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি রয়েছে। সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার্থে মাঠে আছে আনসার-পুলিশের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ স্ট্রাইকিং ফোর্স।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি