ময়মনসিংহে দুই ভাই রফিকুল ইসলাম এবং সফিকুল ইসলামকে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার সিরতা নয়াপাড়া বাজারে রাস্তার দু’পাশে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন স্থানীয়রা।
জানা যায়, গত ১০ ডিসেম্বর জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষরা দুই ভাই রফিকুল ইসলাম এবং সফিকুল ইসলামকে কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় নিহতের বাবা আকবর আলী বাদী হয়ে সিরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদকে প্রধান আসামি করে ৩৫ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন।
বক্তারা বলেন, প্রকাশ্যে দুই ভাইকে হত্যা করা হলেও মামলার আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে না। ৩৫ জন আসামির মধ্যে পুলিশ ৭ জনকে গ্রেপ্তার করেছে। তাঁদের মধ্যে দুজন জামিনে এসে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছেন।
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, দুই ভাই হত্যার ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দুজন উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন। বাকি আসামিদের ধরার চেষ্টা চলছে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও বলেন, অচিরেই চাঞ্চল্যকর এই হত্যা মামলার চার্জশিট প্রদান করা হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন-সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোরশেদুল আলম জাহাঙ্গীর, সাইফউদ্দিন আহম্মেদ বকুল, সিরতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেনসহ নিহতের স্বজনরা।