বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর।
আজ সোমবার বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওস্থ ইউজিসি ভবনে এই সাক্ষাৎকার পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় উপাচার্যের সাথে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর মো. জালাল উদ্দিন ও রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর।
সভায় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে দ্বিপক্ষীয় মতবিনিময় করেন। চেয়ারম্যান ইউজিসির আইন ও নিয়ম অনুসারে বিশ্ববিদ্যালয়কে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
নবনিযুক্ত উপাচার্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আইন ও নীতিমালার ভিত্তিতে বিশ্ববিদ্যালয় পরিচালনা করবেন মর্মে মতামত প্রকাশ করেন। এরপর উপাচার্য ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. আবু তাহের ও সচিব ড. ফেরদৌস জামানের সঙ্গেও পৃথক বৈঠক করেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপপরিচালক হাফিজুর রহমান জানান, নবনিযুক্ত ভিসি স্যার যোগদানের পর ইউজিসির চেয়ারম্যানের সাথে এটাই প্রথম সাক্ষাৎ। সাক্ষাৎকালে ভিসি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুসারে সকল কার্যক্রম পরিচালিত হবে বলে তিনি চেয়ারম্যানকে আশ্বস্ত করেন।