1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০৩:১৪ পূর্বাহ্ন

শেখ হাসিনার মুখের দিকে তাকিয়ে নৌকায় ভোট দেবেন : মির্জা আজম

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৪ নভেম্বর, ২০২১

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, নির্বাচনে শেখ হাসিনা যাকেই দলীয় মনোনয়ন দেবেন, তাকেই বিজয়ী করবেন। প্রার্থী পছন্দ না হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখের দিকে তাকিয়ে নৌকায় ভোট দেবেন।

কোনো নেতা যদি নৌকার বিরুদ্ধে নির্বাচন করে, নৌকাকে ডুবাতে চেষ্টা করে, তাকে দল থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হবে। কোনো অবস্থাতেই বিদ্রোহীদের আর দলে নেওয়া হবে না বলে জানান তিনি। রবিবার জামালপুর পৌর আওয়ামী লীগের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন মির্জা আজম।

জামালপুর পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, সহ-সভাপতি সোহরাব হোসেন বাবুল, জিএসএম মিজানুর রহমান মিজান, ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি