1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১৫ মে ২০২৪, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ

সরিষাবাড়ীতে ১৪৪ ধারা উপেক্ষা করে জমি দখলের অভিযোগ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১

জামালপুরের সরিষাবাড়ীতে আদালতের আদেশ ১৪৪ ধারা উপেক্ষা করে জমি দখল ও পাকা ঘর বাড়ি নির্মাণ করার অভিযোগ উঠেছে। এ বিরোধপূর্ণ সীমানার জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। সোমবার (২০ সেপ্টেম্বর) পৌর এলাকা শিমলাপল্লী গ্রামে এ ঘটনা ঘটেছে।

মামলা সূত্রে জানা যায়, শিমলাপল্লী গ্রামে বাড়ির সীমানার জমি নিয়ে নুরুল হক খানের সঙ্গে প্রতিবেশী কাউসার আলমের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধ চলাকালীন বিরোধপূর্ণ সীমানার জমি দখল করে পাকা ঘর বাড়ি নির্মাণের প্রস্তুতি নেয় কাউসার আলম। এ নির্মাণ কাজ বন্ধ করতে ৯ জুন কাউসার আলমের বিরুদ্ধে জামালপুর আদালতে মামলা করেন নুরুল হক খান। এ মামলার পর ২১ জুন ওই বিরোধপূর্ণ জমির ওপর আদালত ১৪৪ ধারা জারি করে আদেশটি সরিষাবাড়ী থানায় পাঠানো হয়।

আদালতের আদেশপত্রে ২৭ সেপ্টেম্বর উভয়পক্ষ কাজপত্র নিয়ে সশরীরে আদালতে উপস্থিত হওয়ার কথা উল্লেখ রয়েছে। আদালতের আদেশমুলে ২৫ আগস্ট সরিষাবাড়ী থানার এএসআই আনছার আলী বিরোধপূর্ণ জমিতে ১৪৪ ধারা জারি করেন। এ ১৪৪ ধারা পুলিশ জারি করলেও আদালতের উল্লেখিত আদেশের ৭ দিন আগেই সোমবার সকাল থেকে বাড়ি ঘর নির্মাণের কাজ শুরু করেছেন কাউসার আলম।

এ ব্যাপারে ওসি মীর রকিবুল হক সাংবাদিকদের জানান, আদালতের ১৪৪ ধারা অমান্য করে বিবাদী জমিতে কাজ চালিয়ে আসছে এ বিষয়ে বাদি থানায় লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি