1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ

সাংসদের গাড়িচালকের সঙ্গে দ্বন্দ্ব : মহাসড়ক অবরোধ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৩ মার্চ, ২০২১

ময়মনসিংহের শ্যামগঞ্জ এলাকায় দুই চালককে মারধরের ঘটনায় ময়মনসিংহ-নেত্রকোণা মহাসড়কে শুক্রবার রাত ২টার পর থেকে যান চলাচল বন্ধ রয়েছে। রাস্তার দু’পাশে হাজার হাজার বাস-ট্রাক আটকে ভোগান্তির সৃষ্টি হয়েছে।

শুক্রবার (১২ মার্চ) বিকেল ৫টার দিকে গাড়ির সাইড দেয়া নিয়ে নেত্রকোণা-৫ আসনের সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল বীর প্রতিকের গাড়িচালক ও এক ট্রাকচালকের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।

এরই জেরে রাত ২টার দিকে পরিবহন শ্রমিকরা রাস্তা অবরোধ করে দেন। রাস্তার দু’পাশে বিভিন্ন ধরনের যান আটকে থাকায় চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে।

পরে শনিবার (১৩ মার্চ) দুপুর দেড়টার দিকে পরিবহন শ্রমিকরা ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে অবরোধ প্রত্যাহার করেন।

অবরোধ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে তারাকান্দা থানার ওসি আবুর খায়ের বলেন, পরিবহন শ্রমিকরা ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে অবরোধ প্রত্যাহার করেছেন।

এ বিষয়ে জেলা মোটরযান কর্মচারী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিকাশ ঘোষ বলেন, ট্রাকচালককে মারধর করার প্রতিবাদে শ্রমিকরা সড়ক অবরোধ করে। আমরা এর সঠিক বিচার চাই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি