1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ০৪ মে ২০২৪, ১২:০৭ পূর্বাহ্ন

মির্জাপুরে কাঠ পোড়ানো চুল্লি গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৮ মার্চ, ২০২১

টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধভাবে গড়ে উঠা ১৩টি কাঠ পোড়ানো চুল্লি গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জোবায়ের হোসেনের নেতৃত্বে সোমবার উপজেলার আজগানা ইউনিয়নের মহিষবাতান ও টেকেরচালা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এ সময় কাঠ পুড়িয়ে কয়লা তৈরির সাথে জড়িত কাউকে আটক করা যায়নি বলে জানা গেছে।

জানা গেছে, উপজেলার পাহাড়ি এলাকার আজগানা, গোড়াই, বাঁশতৈল ও তরফপুর ইউনিয়নে একটি সংঘবদ্ধ চক্র অবৈধভাবে কয়লা তৈরির চুল্লি গড়ে তুলেছেন। দীর্ঘদিন ধরে তারা ওইসব চুল্লিতে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করে অন্যত্র বিক্রি করছেন। এতে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছিল। অন্যদিকে চুল্লির আগুনের তাপে বনের ভেতর থাকা পাখি অন্যত্র চলে যাচ্ছে। এখন আর বনের ভেতর আগের মতো পাখির ডাক শোনা যায় না। এ ছাড়া আশপাশের বাড়ির আম, কাঁঠাল, লিচুসহ ফল গাছের মুকুল পড়ে যাচ্ছে। মির্জাপুর উপজেলা প্রশাসন গত দুই বছরে কমপক্ষে দেড় শতাধিক কয়লা তৈরির চুল্লি ধ্বংস করেছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. জুবায়ের হোসেন বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি