1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনামঃ

জামালপুরে নগরীর সৌন্দর্য ফেরাতে মাঠে নেমেছেন মেয়র

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩ মার্চ, ২০২১

জামালপুর পৌর শহরের ১২টি ওয়ার্ডে ছেয়ে আছে সদ্য শেষ হওয়া পৌরসভা নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের ব্যানার, পোস্টার। নির্বাচন শেষ হওয়ার পরেও এখনও পোস্টার ঝুলে আছে শহরজুড়ে। তাই নগরীর সৌন্দর্য ফেরাতে মাঠে নেমেছে জামালপুর পৌরসভা।

বুধবার সকালে পাথালিয়া এলাকায় নির্বাচনী পোস্টার-ব্যানার অপসারণ শুরু করেন নবনির্বাচিত মেয়র জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন ছানু। পোস্টার-ব্যানার অপসারণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

পোস্টার অপসারণ কাজে অংশ নেয়া জামালপুর পৌরসভার কনজারভেন্সি ইন্সপেক্টর মাহবুব আলম মঞ্জু বলেন, জামালপুর পৌরসভার বিভিন্ন এলাকা পরিচ্ছন্নতার লক্ষ্যেই আমরা পোস্টার অপসারণ করে পরিচ্ছন্নতা কাজ শুরু করেছি। এরই অংশ হিসেবে পৌরসভার ১২টি ওয়ার্ডেই নির্বাচনী ব্যানার, ফেস্টুন অপসারণের কাজ শুরু হয়েছে।

নবনির্বাচিত মেয়র ছানোয়ার হোসেন ছানু বলেন, পৌরসভার সৌন্দর্য ফিরিয়ে আনতে বিভিন্ন ব্যানার, ফেস্টুনসহ নির্বাচনী সামগ্রী অপসারণ করা হচ্ছে। পর্যায়ক্রমে পৌরসভার ১২টি ওয়ার্ডে এসব নির্বাচনী পোস্টার অপসারণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি