1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
শহীদ জিয়ার মাজারে দোয়া করলেন খালেদা জিয়া আ.লীগ ছেড়ে দুধ দিয়ে গোসল করা সেই চেয়ারম্যান কারাগারে শুভেচ্ছা সফরে বাংলাদেশে মার্কিন যুদ্ধজাহাজ ‘বাসাবাড়ির জন্য পাইপলাইনে গ্যাস দেওয়ার যুগ শেষ, গ্যাসের কথা ভুলে যান’ ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত ঢাকায় না থেকে ১২ কর্মকর্তাকে ব্রাহ্মণবাড়িয়ায় অফিস করার নির্দেশ সড়ক উপদেষ্টার এবার গুমের মামলায় শেখ হাসিনাসহ ২৮ আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা ‘একা নির্বাচন করলেও তো সহজেই পাস করতাম’ – দাবি তামিমের নাহিদকে পরিষ্কার করতে হবে, উপদেষ্টাদের মধ্যে কারা ‘সেফ এক্সিট’ চায় : রিজওয়ানা তীব্র যানজটে বাধ্য হয়ে মোটরসাইকেলে গন্তব্যে যাচ্ছেন সড়ক উপদেষ্টা

সরিষাবাড়ীতে আগুনে বসতবাড়ি ও গবাদি পশু পুড়ে ছাই

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১

জামালপুরের সরিষাবাড়ীতে পূর্ব শত্রুতার জের ধরে বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে গৃহপালিত ছাগল, হাঁস-মুরগি, ধান-চালসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার মধ্যরাতে উপজেলার মাগুরিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আগুনের ঘটনায় শিশু ও নারী আহত হয়েছে।

এলাকাবাসী সূত্র জানায়, গত ২০ ফেব্রুয়ারি রাতে মাগুরিয়াপাড়া এলাকার বঙ্গবন্ধু মোড়ের শেখ রাসেল স্মৃতি বয়েজ ক্লাবের দুইপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ ঘটনায় থানায় পাল্টাপাল্টি মামলা হয়। এ ঘটনার জের ধরে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে আসছিল।

মাগুরিয়াপাড়া গ্রামের কৃষক আব্দুল কাদের অভিযোগ করেন, ‘পূর্বের ঘটনার জের ধরে শুক্রবার মধ্যরাতে একই গ্রামের জাহিদুল, মন্টু, মকবুলের নেতৃত্বে ১০-১২ জন লোক তার বাড়িঘরে হামলা চালায়। হামলাকারীরা পেট্রল দিয়ে তার বাড়ির দুটি বসতঘর, একটি গোয়ালঘর ও একটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেয়। এতে বাড়িঘরসহ ৫টি ছাগল, ১৫টি হাঁস-মুরগি, ১টি ধান ভাঙানোর মেশিন, ১টি অটোবাইক, ১টি বাইসাইকেল, ১টি সেচপাম্প, ১০ মণ ধান, বিপুল পরিমাণ শুকনো চাল, ফ্রিজ-টিভি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।’

তিনি আরো জানান, আগুন নেভাতে গিয়ে শিশু সিয়াম ও চায়না বেগম আহত হয়েছে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

উপজেলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. ইদ্রিস জানান, অগ্নিসংযোগের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করি। এ ঘটনায় দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলেও তিনি জানান।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার তদন্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান জানান, পূর্বের ঘটনায় দুই পক্ষই থানায় মামলা দিয়েছে। থানা পুলিশ গত রাতে আসামি ধরতে গিয়ে দেখে অগ্নিসংযোগ হয়েছে। এ ব্যাপারে থানায় এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি